4TH SOLO WEB ART SHOW, 21 FEB, 2019

Spread the love
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Creating lines combined with many thoughts that came to my mind comprising of daily activities, topics that are expressed as frustration, fear, anger, friendship, pursuit, love, general chat etc., are presented through these lines of my life.

The feelings that we have in our daily life have been revealed through the works by using a pen with acrylic color as the medium.

The sanity of the mechanical Life we live now a day is lack of simple and straight forward thinking just like how we put lines on paper.

The main theme of this exhibition is to follow the dissimilar type of lines of LIFE…

Lines of image 1 to 45, pen on paper with colour, size 71 x 58 cm

অনেক বিন্দুর মিলন হতে সৃষ্ট রেখা সৃষ্টির শুরু থেকে নির্মাণ করে যাচ্ছে অবিরাম যার কল্যানে গুহা চিত্র থেকে শুরু করে বর্তমান বিশ্বের যাবতীয় আবিস্কারের মূল বিষয় হয়ে আছে রেখা। রেখার মাধ্যমে সৃষ্টির প্রাথমিক গঠন আমাদের দৃষ্টি গোচর হয় আমরা বুঝতে পারি বস্তুর অবয়ব ও আকার। রেখার সাথে আমার এই ভাব বিনিময় শুরু হয়েছে ছেলে বেলা থেকেই তাই আমি মূলত রেখা নির্ভর গঠনে প্রতি একাত্ম হয়ে আছি। এই প্রদর্শনীর মূল বিষয় রেখার ভিন্ন গতি প্রকৃতির অনুসরণ ও উপলব্ধি করা। এই গতি প্রকৃতির ভিন্নতায় নানা রকম ফর্মের গঠন প্রকাশ পেয়েছে। রঙ ব্যবহার হয়েছে ছবির ব্যাগ্রউন্ড হিসেবে । মূলত এই ব্যাকগ্রাউন্ড মোটা/ চওড়া স্তরের রঙ্গিন লাইন হিসেবে ব্যবহারিত হয়েছে।

বিষয় হিসেবে যান্ত্রিক শহরে নানা দিক সহজ সরল ভাবে উপস্থাপিত হয়েছে। মানুষের মধ্যে যে হতাশা, ভয়, ক্রোধ, বন্ধুত্ত্ব, সাধনা, সাধারণ আড্ডা ইত্যাদি বিষয় স্থান পেয়েছে। প্রতিদিন সময়ের সাথে যে অনুভূতি গুলি আমার শরীর ধারণ করে তাই প্রকাশ পেয়েছে এই কাজগুলিতে। মাধ্যম হিসেবে এক্রেলিক রঙ সাথে ভিন্ন রকম কলম এর ব্যবহার হয়েছে।

Lines of Image শিরোনামে এই প্রদর্শনীতে ৬০টি ছবি আছে এর মধ্যে ৪৫টি রঙের চিত্রপটে পেনের কাজ ও বাকি ১৫ টি শুধু পেনে কাজ করা।

সময়ের সাথে সাথে রেখার গতি প্রকৃতি নিয়ে ৪র্থ প্রদর্শনীতে আপনাদের স্বাগত।

Lines of Life Powered by

Price US$ 1000 original with framing and print US $100 35 x 26 cm with framing

Leave a Comment

2023 ©Lines of Life ● by i-Bangla