গ্রুপ চিত্র প্রদর্শনী ২০২২, সফিউদ্দীন শিল্পালয় ধানমন্ডি, ঢাকা
সফিউদ্দীন শিল্পালয়ে আয়োজনে ৭ দিনব্যাপী গ্রুপ চিত্র প্রদর্শনী শেষ হয়েছে ৪ জন শিল্পী এই গ্রুপ প্রদর্শনীতে অংশ গ্রহণ করেছেন শিল্পী নাহিদা শারমিন , শিল্পী সুলতানা পুতুল, শিল্পী মো: তানভীরুল ইসলাম ও শিল্পী মো: ইকবাল হোসেন শিল্পীরা তাঁদের নিজস্ব ধারায় শিল্পকর্ম উপস্থাপন করেছেন শিল্পীদের অধিকাংশ কাজই এক্রেলিক মাধ্যমে করা কয়েকটি শিল্পকর্ম জলবং এর মাধ্যমে করা হয়েছে শিল্পী নাহিদা শারমিন প্রকৃতির নানা রূপকে তুলে ধরেছেন ফুলের মাধ্যমে শিল্পী সুলতানা পুতুল কেভ / গুহাবাসিদের সময়কে প্রাধাণ্য দিয়ে চিত্রকর্ম উপস্থাপন করেছেন নিজস্ব স্টাইলে শিল্পী তানভীরুল ইসলাম (মিঠু) লাইস অফ লাইফ শিরোনামে ছোট ছোট কিছু কাজ একত্রিত করে উপস্থাপন করেছেন নিজস্ব স্টাইলের সাথে ২০১৪ ও ২০১৫ সালে ওয়েব শো এর কিছু ছবি যুক্ত আছে ট্রন্সপারেন্ট বাউন্ডারি ও এক্সপ্রেশন অফ কালার এন্ড লাইন শিরোনামে ২ টি করে ৪ টি কাজ শিল্পী ইকবাল হোসেন এক্রেলিক ও ওয়াটার কালারে বাংলার প্রকৃতির রূপ ও জীবন উপস্থাপন করেছেন
ট্রান্সপারেন্ট বাউন্ডারি, ২০১৪
১৬ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি ২০১৪ অনলাইনে ওয়েব আর্ট এক্সিবিশন ২০১৪
https://linesof.life/transparent-boundary/
The competitive urban life often leaves us as prisoners, albeit unwittingly, of sustenance and we are becoming rather fond of these transparent prison cells. Though a few of us might revolt against such self-imposed invisible chains, most, it seems, prefer imprisonment over a rebellion, mostly because we are scared of the vastness of the world outside these self-erected lucid walls. It feels as if for each of us, the universe itself has shrunk into a transparent bottle, made of glass, like the ones I have drawn in the series of paintings, being exhibited here.
It all started with a sudden epiphany while I was line drawing on my canvas one day. Line drawing, being my favorite past times, has a great effect on me as it tends to stir unusual but vital thoughts in me; just like the one of us being the prisoners of our sustenance. I became concerned about self-restraining ourselves in a tiny space upon this vast and spacious world. This in turn, inspired me to start working on the before mentioned theme. Initially I came up with the drawings and then started to work on the paintings.
The human beings, trapped inside the drawn bottles, represent the very society that we live in. Some of them have one of their eyes closed while the other one left wide open, then a few of those eyes have irises, to signify that they have dreams too. There are a few rebels as well who try to break free from the invisible chains and some of them have even succeeded, partially. Especially when those trapped inside the bottles see the vastness of world outside and feel that it is waiting for them with all its colors and panorama, some of them become rebellious. They become restless for freedom, to embrace the omniscient nature and be enlightened thoroughly. This is what we all must do, for only love of nature can set us free from these transparent prison cells.